ছেলেদের মুখ ও ত্বক ফর্সা করার ঘরয়া উপায়


বন্ধুরা সবাই কেমন আছো?

আজ বলবো কি করে সহজেই ছেলেদের ত্বক ফর্সা করা যায়ঃ
কিছু নিয়ম দিলাম নিচেঃ

১• শশা আমাদের সবার প্রিয়,এই শাশার রস আর সামান্য মধু সমান পরিমাণ নিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখো।এটি শুষ্ক ত্বকের জন্য অনেক উপকারী আর যাদের তৈলাক্ত ত্বক তারা মধুর বদলে লেবু ব্যবহার করবে।
বেশন ও দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রন মুখে,গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফে্লো,এতে ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়ে মুখ ও ত্বক উজ্বল দেখাবে। সপ্তাহে ২বার এটা লাগালেই তোমার গায়ের রঙ অবশ্যই উজ্জ্বল হবে।

টমেটো অনেকের প্রিয়,এই টমেটো তে যদি অ্যালার্জি না থেকে থাকে তাহলে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে টমেটোর ক্লাথ মিশিয়ে মুখে এবং গলায় ব্যবহার করে ১৫ মিনিট পর ধুয়ে ফেলো।

আজকাল চা অতি প্রিয় পানিয়।আধা কাপ চায়ের লিকার(ঠাণ্ডা),২ চামচ চালের গুঁড়ো, আধা চামচ মধু মিশিয়ে মুখে লাগাও।চালের গুঁড়ো স্ক্রাবার হিসেবে কাজ করবে আর মধু মুখের আর্দ্রতা বজায় রাখবে ও উজ্বল ফর্সা ত্বক দেবে।
আজকে তাহলে এটুকু থাক।টা টা

Previous
Next Post »
0 Komentar